লিবিয়ার উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ইতালির উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই অভিবাসীরা মূলত এসেছেন ইরিত্রিয়া ও সোমলিয়া থেকে। ৪০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
লিবিয়ার উপকূলীয় শহর সাবরাথা থেকে ২০ কিলোমিটার দূরে সমুদ্রে এসব অভিযান চালানো হয়। ছোট ছোট নৌকায় করে অভিবাসীরা এসেছিলেন। এঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইউরোপে যাওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত লিবিয়া মানবপাচারকারীদের জন্য অন্যতম পথে পরিণত হয়েছে।
বিবিসির একটি ভিডিওচিত্রে দেখা যায়, একটি ছোট নৌকায় গাদাগাদি করে অবস্থান করছেন অভিবাসীরা। নৌকা থেকে কোলের শিশুদের উদ্ধার করছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিবাসীরা পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী নৌকায় ওঠার চেষ্টা করছেন।
ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রো-অ্যাকটিভ ওপেন আর্মস এবং মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
গত রোববার একই এলাকা থেকে আরো এক হাজার একশর বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।
গত বছর ১০ লাখের বেশি মানুষ অভিবাসী হয়ে ইউরোপে আসে, যাঁদের অধিকাংশই গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অধিবাসী। এঁদের সামাল দিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে হিমশিম খেতে হয়।