নড়াইলে ‘সুলতান উৎসব’ শুরু আজ
চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হচ্ছে ‘সুলতান উৎসব’।
আজ মঙ্গলবার শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার।
বিকেল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক (ডিসি) হেলাল মাহমুদ শরীফ।
উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সুলতানের কর্ম ও জীবনভিত্তিক আলোচনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নড়াইলে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।