পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারীরা দেশপ্রেমিক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ১৯৭৫ সালে যাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রামের অংশ নিয়েছিলেন তাঁরা দেশপ্রেমিক। তাঁদের পুরস্কৃত করতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস, জাতির পিতার হত্যার প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কাদের সিদ্দিকী।
এ সময় কাদের সিদ্দিকী প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধু হত্যার সময় আজকের মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরীরা কোথায় ছিলেন? তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। কিন্তু ১ আগস্ট থেকেই শোক পালন করা শুরু হয়েছে। এটা ঠিক না।
শোক দিবসের এই আলোচনা সভায় কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোরও দাবি জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথেও কোনো দিন সখ্য ছিল না।
একাত্তরে পাকিস্তানিদের সাথে আপস করিনি। আজও জামায়াতের সাথে আপস করব না।
জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকাদার খোকা বীর প্রতীক, বেগম নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সিদ্দিকী, দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিব উন নবী সোহেল, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।