চাঁদপুরে ট্যাঙ্কলরি বিস্ফোরণে দগ্ধ ৬
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি ট্যাঙ্কলরি থেকে তেল নামানোর সময় বিস্ফোরণ হয়। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে রাস্তার পাশে থাকা একটি গুদামও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), বাদশা (৪৫), মাসুদ (২৮), রায়হান (২৩), নুর মোহাম্মদ (২১) ও ফায়ার সার্ভিসের কর্মী মজুমদার খোকন (৪০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফারুক আহমেদ জানান, বুধবার রাতে পদ্মা অয়েলের একটি ট্যাঙ্কলরি থেকে তেল নামানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে পুরো লরিটিতে আগুন লেগে যায়। পরে পাশের একটি তেলের গুদামেও আগুন লেগে যায়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হাই জানান, রাত সাড়ে ১২টায় ধরা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। পরে আড়াই ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আবদুল হাই আরো জানান, জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করা হলেও গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বন্ধ করা হয় শহরের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ।