আইপিও অনুমোদন পেল প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করতে প্যাসিফিক ডেনিমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার বিএসইসির ৫৮২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
অনুমোদন অনুযায়ী আইপিওর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস লিমিটেড পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাত কোটি ৫০ লাখ শেয়ারের বিপরীতে এ টাকা সংগ্রহ করা হবে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৬৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫৯ পয়সা।
আইপিও আবেদনের প্রসপেক্টাস অনুযায়ী, আইপিও থেকে সংগ্রহ করা টাকায় ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ এবং আপিওর খরচ বাবদ এ টাকা খরচ করবে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।