টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, একজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন।
ওসি জানান, এ ঘটনায় আহত হন ট্রাকের চালকসহ বাসের ২০ যাত্রী। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত লোকজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।