সোনারগাঁও টেক্সটাইলের এজিএম বুধবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা আগামী বুধবার বেলা ১১টায় বরিশালের সাউথ কিং চায়নিজ রেন্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা নয় পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩০ টাকা ৪৪ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ার সর্বনিম্ন সাত টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৩০ পয়সা লেনদেন হয়েছে।