ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুরা পেল সহায়ক উপকরণ
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১২টার দিকে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্য ডিজঅ্যাবল্ড ডেভেলপমেন্টের (এডিডি) উদ্যোগে ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় এডিডির কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাহারুল ইসলাম, এডিডির নির্বাহী পরিচালক আনছারুজ্জামান চৌধুরী সোহাগ, ফুলবাড়ী সাংবাদিক সমিতির সভাপতি শেখ সাবীর আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ২০ জন প্রতিবন্ধী শিশুকে স্পেশাল হুইলচেয়ার, কর্ণার চেয়ার, উডেন চেয়ার, এএফওসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় এডিডির পক্ষ থেকে জানানো হয়, অভিভাবকদের অসচেতনতার কারণে সেরিব্রলপালসি আক্রান্ত শিশুরা দীর্ঘমেয়াদি প্রতিবন্ধিতার শিকার হচ্ছে। যদি শুরুতেই বিষয়টি শনাক্ত করে যথাযথ চিকিৎসা বা সেবা দেওয়া হয়, সে ক্ষেত্রে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব বলে উল্লেখ করা হয়।
অ্যাসোসিয়েশন ফর দ্য ডিজঅ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) দীর্ঘদিন ধরেই উপজেলার প্রায় ৩০০ প্রতিবন্ধী শিশুকে বিনামূল্যে থেরাপি ও সহায়ক উপকরণ দিয়ে সহায়তা করে আসছে।