টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মনিরা বেগম (২৬) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরা বেগম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর এলাকার সোহেল রানার স্ত্রী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মনিরা বেগম কালিহাতী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘাটাইল যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই নারীকে আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুর রশীদ ভূইয়া বলেন, নিহত ওই নারীর লাশ পুলিশ থানায় নিয়ে গেছে।