দিনাজপুরে ট্রেনে কাটাপড়ে গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটাপড়ে আরতি বালা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় জেলার চিরিরবন্দর রেল স্টেশনের কাছে হাটখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরতি বালা চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা গ্রামের নিশান চন্দ্র রায়ের স্ত্রী। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
চিরিরবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, হাটখোলা গ্রামে রেললাইনের ধারেই আরতি বালার বাড়ি। আজ দুপুর ২টার দিকে তিনি চিরিরবন্দর রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী ৮ ডাউন নামের একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।