ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন
ঈদে ঘরমুখো মানুষের গাড়ির অতিরিক্ত চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে দুপুরের পর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা, পাকুল্লা, মির্জাপুর ও গোড়াই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
কয়েকজন যাত্রী জানান, চন্দ্রা থেকে গোড়াই পর্যন্ত যানজটের মাত্রা বেশি। তবে মির্জাপুর থেকে এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেকে আবার টার্মিনালগুলো থেকে সময়মতো গাড়ি না ছাড়ার অভিযোগও করেছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, ঈদের চাপ পুরো মাত্রায় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ মহাসড়ক দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন পার হয়েছে। অথচ তার আগের রাতে ২০ হাজার গাড়ি চলাচল করে। এ ছাড়া ১০টি সিসি ক্যামেরার সাহায্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথাও সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।