দিনাজপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে হাকিমপুর ডিগ্রি কলেজ এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার সাতানি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোতাহার আলী (৩০) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা মানিক (৩২)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, গতকাল বিকেলে ইয়াবা পাচারের খবর পায় পুলিশ। এরপর হাকিমপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শিফাতুল মাজদার শিফাতের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ রোডে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তখন কলেজ রোডে উপস্থিত স্থানীয় জনগণের সামনেই তাঁদের শরীর থেকে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আব্দুস সবুর আরো বলেন, সেকেন্ড অফিসার শিফাত বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ শনিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।