টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক, সহকারী নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের হতেয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, ভোর ৫টার দিকে পাশ কাটানোর সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন। ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি দ্রুত চলে যায়।
ওসি আছাবুর রহমান আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।