লুমিয়া ফোন বানাবে না মাইক্রোসফট
কম্পিউটার সফটওয়্যারের জগতে রাজত্ব করার পর স্মার্টফোনের জগতে রাজত্ব করতে চেয়েছিল মাইক্রোসফট। আর সে কারণেই নোকিয়া হ্যান্ডসেট প্রস্তুতকারী জনপ্রিয় প্রতিষ্ঠান নোকিয়া কিনে নিয়েছিল তারা। তবে দীর্ঘ চেষ্টার পরও স্মার্টফোনের জগতে কোনো আশার আলো দেখতে পায়নি মাইক্রোসফট।
নোকিয়া কিনে নিয়ে লুমিয়া নামের স্মার্টফোন বাজারে ছাড়ে মাইক্রোসফট। এসব ফোন চলে মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। কিন্তু গুগলের অ্যানড্রয়েড ও অ্যাপলের আইওএসের কাছে বরাবরই মার খেয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন।
তবে শেষমেশ লুমিয়া ফোন বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট। এ খবর জানিয়েছে ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসমএরিনা।
বর্তমানে বাজারে আছে লুমিয়ার চারটি স্মার্টফোন। লুমিয়া ৫৫০, লুমিয়া ৬৫০, লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল। এই ফোনগুলোর বিক্রি শেষ হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে লুমিয়া। আর সে কারণেই ফোনগুলোর দাম কমিয়ে দেওয়া হচ্ছে। জিএসএম এরিনার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ডিসেম্বরের মধ্যে ফোনগুলো বিক্রি করার লক্ষ্য রয়েছে মাইক্রোসফটের।
এরপর কোনো নতুন লুমিয়া ফোন বাজারে ছাড়বে না মাইক্রোসফট। বাজারে গুজব রয়েছে, লুমিয়া ৬৫০ হচ্ছে মাইক্রোসফটের তৈরি সর্বশেষ লুমিয়া স্মার্টফোন। এরপর আর কোনো লুমিয়া ফোনের কথা জানায়নি মাইক্রোসফট।
লুমিয়া বন্ধ করার পর কী নিয়ে কাজ করবে মাইক্রোসফট? লুমিয়ার পর সারফেস ফোন নিয়ে আসছে মাইক্রোসফট। এমন খবরই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট। আগামী মাসে আসতে পারে এই ফোনের ঘোষণা। সারফেস ফোন বাজারে আসতে পারে আগামী বছরের শুরুতে।
যদিও প্রযুক্তি ওয়েবসাইটগুলোর এমন প্রতিবেদনের ব্যাপারে মাইক্রোসফটের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।