ঈদের দিন অটোবাইকচালকের লাশ উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলার টেঘড়া বাজার মোড় এলাকা থেকে মো. সুমন (৩০) নামে এক অটোবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহার দিনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত সুমনের বাড়ি দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ মোড় এলাকায়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র জানান, অটোবাইক ছিনতাই করে সুমনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর গলায় তার পেঁচানোর চিহ্ন রয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।