চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে নজরদারি বৃদ্ধি
কোরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বছরের চেয়ে এবার দাম কম হওয়ায় চামড়া পাচারের আশঙ্কা রয়েছে।
স্থানীয় কয়েকজন চামড়ার আড়তদার জানান, ট্যানারির মালিকদের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ কারণে তাঁরা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন। আর্থিক ক্ষতি পোষাতে তাঁরা ভারতে চামড়া পাচার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আড়তদার ও ট্যানারির মালিকরা জানান, লবণের দাম গত বছরের চেয়ে এবার দ্বিগুণের বেশি বেড়েছে। চাহিদা অনুযায়ী পাওয়াও যাচ্ছে না। লবণ সংকটের কারণে সময়মতো চামড়া সংরক্ষণ করতে হিমশিম খেতে হচ্ছে। আর মৌসুমি ব্যবসায়ীদের কারণে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। এ ক্ষেত্রে আর্থিক লোকসানে পড়তে হতে পারে।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত দিয়ে যাতে ভারতে চামড়া পাচার করা না হয়, সে জন্য নজরদারি বাড়াতে বিজিবির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে যেন চামড়া পাচার না করেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ চামড়া পাচারের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।