দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল কালাম আজাদ। তিনি ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল গ্রামের বাসিন্দা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান জানান, বিকেলে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের কলাবাড়িতে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল আরোহী আজাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ছাড়া এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আবুল কালাম আজাদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।