হাকিমপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
দিনাজপুরের হাকিমপুরে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন দল এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে তাদের এই সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যক্ষ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজার আহমেদ হোসেন, ড. মোস্তাফিজুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মেফতা।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান করে ওই সংগঠনটি। এ উপলক্ষে বিরামপুর ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ অনেকে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এবার এ চার উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩২ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।