টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৭
টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।
আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন রহিমা বেগম (৩২), তাঁর ছেলে বায়েজিদ (৭), সালমা বেগম (২৪)। তাঁদের বাড়ি কুড়িগ্রামে। অন্যদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, সকাল ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মির্জাপুরের কুর্নি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহতদের মির্জাপুর কমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো তিনজন মারা যায়।
এ দিকে, সকাল ৯টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনাইলাবাড়ি এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থালে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি।