দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, রফিকুল ইসলাম বাড়ির কলাবাগানে পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।