ঘোড়াঘাটে চোরাই গরুসহ একজন আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই গরুসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার খাইরুল গ্রামের বিমল চন্দ্রের একটি গাভি বাড়ির পাশের মাঠ থেকে চুরি হয়ে যায়।
পাশের দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম সুযোগ বুঝে গাভিটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে গরুসহ তাকে হাতেনাতে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নুরুজ্জামান জানান,এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ একটি চুরির মামলা করেছে। এ ছাড়া আদালতের মাধ্যমে আমিরুল ইসলামকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।