দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সাদ্দাম (৩২)। তিনি এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম বাসিয়াপাড়া গ্রামের মো. সজমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম আজ দুপুর ১২টায় পাশের ঝাঝিরা গ্রামের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।