টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, একজন নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়েছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পোস্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (৩০)। তাঁর বাড়ি মানিকগঞ্জের বারুল বাজার এলাকায়।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, সকালে ঢাকা থেকে একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে পোস্টকামুরী চরপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় আতাউর বাসের নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।