বাজারে আসছে বাকানো ডিসপ্লের শাওমি মি নোট ২
কম দামে ভালো মানের স্মার্টফোন তৈরির জন্য সুনাম রয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির। তবে শাওমি যে শুধু কম দামের ফোন তৈরি করে তা নয়, দামি ফ্ল্যাগশিপও রয়েছে শাওমির। এবার বাজারে আসতে যাচ্ছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ মি নোট ২।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ফাঁস হওয়া ছবিতে ফ্ল্যাগশিপটি সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর বাজারে ছাড়া হতে পারে ফোনটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজ চায়নার খবরে বলা হয়েছে, ফোনটির পাঁচ দশমিক সাত ইঞ্চির স্ক্রিনে থাকতে পারে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। এ ছাড়া রয়েছে ২৫৬০x১৪৪০ পিক্সেলের আরেকটি প্রিমিয়াম সংস্করণ যাতে থাকবে কার্ভড ডিসপ্লে।
স্মার্টফোন বিষয়ক ওয়েবসাইট ফোনড্রয়েড-এর খবরে বলা হয়েছে, ফোনটিতে থাকতে পারে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি আলাদা ইন্টারনাল স্টোরেজ সংস্করণ থাকবে শাওমি মি নোট ২-এর।
শাওমি মি নোট ২ ফোনে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ডুয়েল-লেন্স ক্যামেরা। এ ছাড়া থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সিঙ্গেল লেন্স ক্যামেরা। ব্যাটারিতেও থাকতে পারে দুটি আলাদা সংস্করণ। একটি ৩৬০০ এমএএইচের এবং আরেকটি ৪০০০ এমএএইচের। ফোনটি চলবে অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড নুগাট ৭ দশমিক ০ অপারেটিং সিস্টেমে।
বিভিন্ন সংস্করণের দাম আলাদা রাখা হয়েছে। ৪ জিবি র্যাম সংস্করণের দাম হতে পারে ৩৭৫ মার্কিন ডলার। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হতে পারে ৪৫০ মার্কিন ডলার এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম হতে পারে ৫২৫ মার্কিন ডলার। তবে এসব গুজবের ব্যাপারে শাওমির পক্ষ থেকে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি।