পিরোজপুরে জঙ্গিবিরোধী মানববন্ধন
পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। আজ সোমবার সকাল ১১টায় শহরের ক্লাবরোডে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেষে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, হারুন অর রশীদ, শহিদুল ইসলাম মন্টু, গৌতম চৌধুরী, আব্দুর রাজ্জাক মোল্লা। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো জঙ্গি, সন্ত্রাসী ও রাজাকারের ঠাঁই নাই। সবাইকে একসঙ্গে এদের প্রতিহত করতে হবে। তাহলেই মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে।