ভারতে পাচারকালে উদ্ধার ঢাকার ৪ শিক্ষার্থী
পাচারের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাকার পল্লবীর এমডিসি মডেল স্কুলের নবম শ্রেণির চার ছাত্র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পুলিশ ওই স্কুলছাত্রদের উদ্ধার করে।
ওই চারজন হলো ঢাকার পল্লবী থানার মাহমুদুল হাসানের ছেলে ইউসুফ হোসেন (১৬), ইসরাফিল হোসেনের ছেলে ইশতিয়াক হোসেন শান্ত (১৫), কামাল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম (১৫) ও বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম সাগর।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, ২৭ সেপ্টেম্বর সকালে স্কুলে আসার কথা বলে ওই চার শিক্ষার্থী ঢাকা থেকে লালমনিরহাটগামী ট্রেনে উঠে। এ সময় ট্রেনে পরিচয় হয় অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে। শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে তাদের ভারতে চাকরির প্রলোভন দিয়ে লালমনিরহাট থেকে পাচারের উদ্দেশ্যে হিলি সীমান্তে নেয় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি।
গত বুধবার রাতে সীমান্তবর্তী চারমাথা এলাকায় রাখার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতে পাচারের চেষ্টা করা হয় চারজনকে। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ওই চার স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, উদ্ধারের আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী। তিনি জানান, গত রাতেই চার শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা চার বন্ধু বাড়ির লোকজনের সঙ্গে রাগ করে বের হয়। এরপর তারা পাচারকারীর খপ্পরে পড়ে। ওই পাচারকারকারী তাদের ভারতের বেনারসে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করতে চাইছিল।
শিক্ষার্থী ইশতিয়াকের বাবা ইসরাফিল হোসেন জানান, ‘ইশতিয়াক ও তার বন্ধুরা বাড়ি থেকে রাগ করে ভুল পথে এসেছিল। পুলিশ তাদের রক্ষা বা উদ্ধার না করলে ছেলেদের আমরা কোনোদিন পেতাম না। পাচারকারীরা তাদের জীবন নষ্ট করে দিত।’