টাঙ্গাইলে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর
টাঙ্গাইলে শত বছরের পুরোনো কালীমন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার আগবেতৈইর গ্রামের কালীমন্দিরের দরজা ও প্রতিমা ভেঙে রেখে যায় দুর্বৃত্তরা বলে এনটিভি অনলাইনকে জানান টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া।
ওসি আরো বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে দুর্গাপূজার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
আগবেতৈইর পূর্বপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি খুশি মোহন বলেন, প্রায় শত বছরের পুরোনো এই মন্দিরে নিত্যপূজা হতো। কিন্তু গতকাল রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের কালীমূর্তি ভেঙে রেখে যায়।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরে এসে মন্দিরের দরজা খোলা দেখতে পায়। পরে ভেতরে গিয়ে দেখে প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচার দাবি করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি।