পটুয়াখালীতে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিস্ফোরক, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মিলন শিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভাজনা কদমতলা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি এই এলাকারই বাসিন্দা।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাজনা কদমতলা এলাকার সাত্তার মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার শাহ আলী থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মিলন। ২০১১ সালে বরগুনা জেলার বেতাগীতে ডাকাতিকালে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে।
এ ছাড়া মিলনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, বিক্রি ও হত্যার হুমকি দেওয়ায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বেতাগী থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকেই মিলন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন।
গতকাল শুক্রবার রাতে মিলন পটুয়াখালীর মির্জাগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে আসেন।