১০ টাকার চালে অনিয়ম, দিনাজপুরে বিক্ষোভ
সারা দেশে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হলেও দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে এ নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে।
প্রকৃত হতদরিদ্রদের চাল দেওয়ার দাবিতে আজ রোববার খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চত্বর ঘেরাও করে বিক্ষোভ করা হয়।
বেলা ১১টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার উদ্যোগে সহস্রাধিক হতদরিদ্র বঞ্চিত মানুষ তাঁদের তালিকাভুক্ত করে চাল দেওয়ার দাবিতে উপজেলা সদরে বিশাল বিক্ষোভ বের করে। তারা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও করে। এরপর ইউএনও সাজেবুর রহমানের কাছে স্মারকলিপি দেয়।
ঘেরাও কর্মসূচি চলার সময় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, এস এম নুরুজ্জামান, অধ্যাপক শওকত আলী, আফজাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তা ও হতদরিদ্র ব্যক্তিরা বলেন, খানসামা উপজেলায় প্রকৃত হতদরিদ্রদের তালিকাভুক্ত করা হয়নি। অপেক্ষাকৃত স্বচ্ছল ব্যক্তিরা ১০ টাকা কেজির চাল পাওয়ার জন্য কার্ড পেয়েছে। তাঁরা ওই তালিকা ও কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রদের চাল দেওয়ার দাবি জানান।