ভারত নিয়ে পাকিস্তানে সর্বদলীয় বৈঠক শুরু
ভারতের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। সব সংসদীয় দলের প্রধানদের এ বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বৈঠকে নিয়ন্ত্রণরেখায় ভারতের আগ্রাসন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। নওয়াজের ডাকা এই বৈঠকের মূল প্রতিপাদ্য, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় আগ্রাসন এবং কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘নৃশংসতা’র বিষয়ে গোটা বিশ্বকে পরিষ্কার বার্তা দেওয়া।
আজকের বৈঠকে পাকিস্তানের বিরোধী দলের নেতারাও অংশ নিয়েছেন। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে হাত মিলিয়ে অভ্যর্থনা জানান নওয়াজ শরিফ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইয়াজ আহমেদ চৌধুরী বৈঠকে অংশ নেওয়া নেতাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুঝিয়ে বলেন। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক।
গত ১৮ সেপ্টেম্বর এই বারমুল্লা জেলার উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করে ভারত।
এর প্রতিক্রিয়ায় গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় ভারত। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ধরনের হামলার কথা নাকচ করে দিয়েছে পাকিস্তান।