পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ স্থাপনা
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। দক্ষিণ বাজারের সিয়াম-শিহাব কোকারিজ স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাউখালী, ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, অগ্নিকাণ্ডে কাপড়, জুতা, প্লাস্টিক ও ইলেকট্রনিক সামগ্রীর ছয়টি দোকান ও সংলগ্ন চারটি বসতঘর পুড়ে গেছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।
তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।