দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন
দিনাজপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকার এই ১৫ সদস্যবিশিষ্ট কমিটির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি মো. আকরাম হোসেন।
এ ছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির হিলি প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদ। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
আজ শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের গত দুই বছরের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে সভায় উপস্থিত ২৫ জন সদস্যের সর্বসম্মতিক্রমে দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. আলতাফ হোসেন (দৈনিক করতোয়া, হাকিমপুর), মো. মতিয়ার রহমান (দৈনিক করতোয়া, নবাবগঞ্জ) ও সামসুল ইসলাম সামু (মোহনা টিভি, ঘোড়াঘাট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সানাউল্লাহ (ভোরের কাগজ, নবাবগঞ্জ), মো. আনোয়ার হোসেন বুলু (জিটিভি, হিলি) ও মো. মিজানুর রহমান (বাংলাদেশ সময়, বিরামপুর)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. মাহামুদুল হক মানিক (ভোরের দর্পণ, বিরামপুর), কোষাধ্যক্ষ পদে মো. মাহাবুর রহমান (ভোরের পাতা, বিরামপুর), দপ্তর সম্পাদক পদে মো. মশিউর রহমান (এসএটিভি, বিরামপুর), প্রচার সম্পাদক পদে আনভীল আহম্মেদ বাপ্পি (এসএটিভি, ঘোড়াঘাট), ধর্ম, সমাজ, ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলহাজ আবু সাহাদৎ হোসেন মুসা। কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন মীর হান্নান, মোফাজ্জল হোসেন (দৈনিক জনতা), আকতার হোসেন বকুল (মোহনা টিভি, হিলি) ও আবু সাঈদ মণ্ডল (দেশকাল, বিরামপুর)।