হাকিমপুরে ফেনসিডিল জব্দ, ট্রাকসহ একজন আটক
দিনাজপুরের হাকিমপুরে এক হাজার ৯৬টি ভারতীয় ফেনসিডিলের বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী সাতকুড়ি রেলগেট এলাকায় ট্রাকের চালকের সহকারীসহ ট্রাকটিকে আটক করা হয়।
আটক হামিদুল ইসলামের (৪৫) বাড়ি বগুড়ার শাহাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার গোলাম মোস্তফা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ভারত থেকে একদল চোরাচালানি ট্রাকে করে দেশে ফেনসিডিল পাচার করছে-এমন খবর পেয়ে এই ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। এ সময় ধানের তুষবোঝাই ট্রাকটিতে ফেনসিডিল ওঠানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ট্রাকটি নিয়ে দ্রুত হিলির দিকে পালানোর চেষ্টা করে। ট্রাকটি বাসুদেবপুর ক্যাম্পের সামনে গতিরোধক কাছে এলে বিজিবি ট্রাকটি আটক করে। তবে চালক ও চোরাচালানিরা পালিয়ে যায়। পরে ট্রাক থেকে ১০৯৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং চালকের সহকারীসহ ট্রাকটি আটক করা হয়।
গোলাম মোস্তাফা আরো জানান, আটক ফেনসিডিল ও ট্রাকের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।