দীপাবলি উপলক্ষে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়
দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, শুভেচ্ছা বিনিময়ের সময় ভারতের পতিরাম- ১৯৯ বিএসএফের অধিনায়ক শ্রী আলকেশ সিনহা জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের হাতে ছয়টি মিষ্টির প্যাকেট তুলে দেন।
পক্ষান্তরে বিএসএফের অধিনায়ক শ্রী আলকেশ সিনহার হাতেও সাতটি মিষ্টির প্যাকেট তুলে দিয়ে বিজিবির পক্ষে দীপাবলির শুভেচ্ছা জানান বিজিবির এই অধিনায়ক। এ সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।