নাইজেরিয়ায় ৩৬ খনিকর্মীকে গুলি করে হত্যা
নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে ৩৬ জনকে গুলি করেছে বন্দুকধারীরা।
পুলিশ জানায়, নাইজেরিয়ায় জামফারা অঙ্গরাজ্যের মারু জেলার একটি সোনার খনিতে এ হামলার ঘটনা ঘটে। এটি বিগত কয়েক দিনের সন্ত্রাসী হামলারই ধারাবাহিকতা বলে মনে করছেন তাঁরা।
তবে এ হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জামফারা রাজ্যের গভর্নর আবদুলআজিজ ইয়ারি আবুবকর এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন।
জুলাই মাসে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জামফারা রাজ্যের জঙ্গলে সন্ত্রাসীদের ঘাঁটি উচ্ছেদ করতে একটি বিশেষ বাহিনী পাঠিয়েছিলেন।
এর আগে বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা ওই এলাকায় শতাধিক গ্রামবাসীকে হত্যা করে।