গোবিন্দগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক জায়গায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে রংপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। আহত হন চারজন। লাশ হাইওয়ে থানায় রাখা আছে।
আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।