নাটোরের আখক্ষেতে ৩ মেছোবাঘ!
নাটোর সদর উপজেলার ধরাইল এলাকায় একটি আখক্ষেত থেকে মেছোবাঘের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শাবকগুলো উদ্ধার করেন স্থানীয় আফসার উদ্দিন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান (ইউএনও) ও জেলা বন কর্মকর্তা মো. আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে শাবক তিনটিকে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ধরাইল এলাকার আফসার উদ্দিন তাঁর জমিতে আখ কাটার সময় মেছোবাঘের শাবক তিনটি দেখতে পান। পরে তিনি সেগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনকে খবর দেন। সন্ধ্যায় ইউএনও ও জেলা বন কর্মকর্তা শাবক তিনটিকে হেফাজতে নেন।
আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত শাবক তিনটি রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ সেলে পাঠানো হয়।