ঘোড়াঘাটে ‘গাঁজাসহ’ আটক ১
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই কেজি গাঁজাসহ মোছা. আম্বিয়া বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আম্বিয়াকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে আম্বিয়ার বাড়িতে গাঁজা বেচাকেনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আম্বিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়।
আনোয়ার হোসেন আরো জানান, আম্বিয়া ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার আসর বসিয়ে গাঁজা বেচাকেনা করতেন। এ ব্যাপারে আম্বিয়াকে আসামি করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।