লেনোভো কে ৬
যে ফোনের সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা
লেনোভো নিয়ে এসেছে তাদের ভাইব সিরিজের নতুন স্মার্টফোন লেনোভো ভাইব কে৬ পাওয়ার। এই ফোনটি ছাড়া হয়েছে ভারতের বাজারে। বার্লিনে অনুষ্ঠিত এ বছরের আইএফএ-তে লেনোভো তাদের তিনটি স্মার্টফোন উন্মুক্ত করেছিল। ফোন তিনটি হলো কে৬ পাওয়ার, কে৬ এবং কে৬ নোট।
ডার্ক গ্রে, গোল্ড ও সিলভার এই তিনটি রঙে ফোনটি ছাড়া হয়েছে। ডুয়েল সিমের ফোনটিতে রয়েছে মেটাল ইউনিবডি ডিজাইন। এটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনটিতে রয়েছে ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টা-কোর প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে আদ্রেনো ৫০৫ জিপিইউ। এতে রয়েছে পাঁচ ইঞ্চি ফুল-এইচডি (১৯২০x১০৯০ পিক্সেলস) ডিসপ্লে।
দুটি সংস্করণে ছাড়া হয়েছে ফোনটি। একটি ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের আরেকটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের। এ ছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। ফোনটিতে রয়েছে ৪ হাজার এমএএইচের ব্যাটারি।
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪ দশমিক ১ ও জিপিএস।