সাজা শেষে ফিরে গেলেন ভারতীয় নারী
মানবপাচার মামলায় বাংলাদেশে পাঁচ বছর সাজাভোগের পর দেশে পাঠানো হলো ভারতীয় নাগরিক আনোয়ারা বেগমকে (৬০)।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনোয়ারাকে সে দেশের হিলি ইমিগ্রেশ চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ২০১২ সালের ৩ মার্চ জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ভারতীয় এই নারীকে বাংলাদেশে মানবপাচার মামলায় গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। চার বছর আট মাস ১৯ দিন জয়পুরহাট জেলা কারাগারে সাজাভোগ শেষে আজ তাকে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. নাসির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া (ফতেপুর) গ্রামে।