সাঁওতালদের উসকানি দিয়ে সহিংসতার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ
গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম গোবিন্দগঞ্জে সাঁওতালদের সংগঠিত করে উসকানি দিয়ে সহিংসতার মুখে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানান তাঁরা।
এ সময় গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বকশি সূর্য্য বলেন, সাঁওতালদের ভুল বুঝিয়ে সরকারি জমি দখলে যারা উৎসাহিত করেছিল, তারাই মূলত উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী। তাঁর মতে, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন পরিস্থিতি ঘোলা করতে উসকানি দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ উপজেলা ও গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে ৬ নভেম্বর সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন এবং আহত হন কয়েকজন। এ ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে।