দেশের টানে হেঁটেই হাজার কিলোমিটার পাড়ি!
দেশে ফিরবেন; কিন্তু পাচ্ছেন না অনুমতি। নিরুপায় হয়ে শরণাপন্ন হলেন আদালতের। শুরু হলো আদালতে যাওয়া-আসা। এভাবে প্রায় দুই বছরে আদালতে যাতায়াতে পাড়ি দিলেন এক হাজার কিলোমিটার। অবাক করা বিষয় হলো, এই পুরো পথটাই গেছেন হেঁটে।
প্রায় অসাধ্য সাধনকারী ওই ব্যক্তির নাম জগন্নাথান সেলভারাজ (৪৮)। বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপ্পল্লী শহরে। জীবিকার তাড়নায় গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।
হঠাৎ তামিলনাড়ুতে জগন্নাথানের মা মারা যান। তখন মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে ফেরার অনুমতি চান তিনি। কিন্তু মালিকপক্ষ তাঁকে অনুমতি দেয়নি। তারপরই এ বিষয়ে বিচার চেয়ে দুবাই আদালতে হাজির হন জগন্নাথান।
জগন্নাথানের ভাষ্য, আদালতের কাজে দুই বছরে কমপক্ষে ২০ বার সোনাপুর থেকে দুবাইয়ের কারামা জেলায় যাতায়াত করতে হয়েছে তাঁকে। এই দুটি স্থানের দূরত্ব ৫০ কিলোমিটার। আর প্রতিবারই নাকি তিনি এই পথ হেঁটেই গিয়েছিলেন।
জগন্নাথান জানান, দুবাই শহরের উপকণ্ঠে অবস্থিত শ্রমিক আদালতে যাওয়ার জন্য বাস ভাড়া ছিল না তাঁর কাছে। তাই হেঁটেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।