মামলার এজাহারে সংসদ সদস্যের নাম দেওয়ায় গোবিন্দগঞ্জে বিক্ষোভ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে পুলিশ-চিনিকল শ্রমিক ও স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনায় মামলার উদ্দেশ্যে দায়ের করা এজাহারে স্থানীয় সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করায় বিক্ষোভ-কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে গোবিন্দগঞ্জ ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ পরিষদ।
এ সময় সংগঠনের কর্মীরা স্থানীয় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক, উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ চলাকালে বেশ কিছু সময় ঢাকা-রংপুর মহাসড়কের চতুরঙ্গ মোড়ে অবরোধ করা হয়। অবরোধ চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, শাহাদৎ হোসেন মুন, আতাউর রহমানসহ অন্যরা।
গত ৬ নভেম্বর গাইবান্ধার সাহেবগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ নভেম্বর সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষে থমাস হেমব্রম বাদী হয়ে একটি মামলা করেন। এর এজাহারে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ ৩৩ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো চার থেকে ৫০০ জনকে মামলায় আসামি হিসেবে রাখা হয়েছে।
পুলিশের পক্ষে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল আহমেদ মামলাটি গ্রহণ করেন।