দ. কোরিয়ার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন মুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব হিসেবে অংশ নেওয়া শেষ সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিত দেন মুন।
জন্মসূত্রে দক্ষিণ কোরিয়ার নাগরিক মুন জানান, কিছুদিন বিশ্রামের পর তিনি দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন এবং ভেবে দেখবেন কীভাবে দেশকে সর্বোচ্চ সহায়তা করা যায়।
নিয়ম অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০১৭ সালের ডিসেম্বর মাসে। তবে সম্প্রতি দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে অভিশংসন করে পার্লামেন্ট। ফলে দেশটিতে আগামী বছরের শুরুতেই নির্বাচন হয়ে যেতে পারে।
পার্কের ক্ষমতাকে কাজে লাগিয়ে তাঁর বিশ্বস্ত সহযোগী ব্যক্তিগত প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের পর পার্লামেন্টে অভিশংসনের পক্ষে গণভোট হয়। এতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা অভিশংসনের পক্ষে ভোট দেন।