খাটের নিচে গর্ত, মিলল বৃদ্ধের লাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবেশীর ঘরের খাটের নিচে গর্ত থেকে তোজাম্মেল হোসেন ওরফে তোজাম প্রধান (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কামারপাড়া গ্রামের সামছুল আলমের বাড়ির ঘরের খাটের নিচে গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তোজাম্মেল হোসেনের বাড়ি ওই গ্রামেই।
পরিবারের অভিযোগ,পাওনা টাকার জের ধরেই সামছুল আলম পরিকল্পিতভাবে তোজাম্মেলকে মাটির গর্তে ফেলে শ্বাসরোধে হত্যা করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তোজাম্মেল বাড়ির পাশের একটি বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে বাড়ির লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর আজ ভোরে সামছুল আলমের বাড়ির ঘরের খাটের নিচে গর্তে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আল মামুন জানান, এ ঘটনার পর অভিযুক্ত সামছুল আলম স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ কারণে পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।