বাহরাইনে কারাগারে হামলা, ১০ আসামির পলায়ন
বাহরাইনের কারাগারে হামলা চালিয়ে বন্দুকধারীরা সাজাপ্রাপ্ত ১০ আসামিকে নিয়ে পালিয়ে গেছে। এ সময় তারা এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।
রাজধানী মানামার দক্ষিণে এ ঘটনার পর ওই কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার চার থেকে ছয়জন বন্দুক ও পিস্তল নিয়ে কারাগারে হামলা চালায়। পুলিশ জানায়, ঘটনার পর পলাতক আসামিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনে সুন্নি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে শিয়া জনগোষ্ঠীর লোকজন। সে সময় বিক্ষোভকারীরা মানামার পার্ল চত্বর দখল করে গণতন্ত্রের দাবি জানায়। পরে মার্চে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ জন্য বাদশাহর নির্দেশে গালফ উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছিল।
এর পর থেকে বিভিন্ন সময়ে চলা অস্থিরতায় ৩০ বেসামরিক নাগরিক ও পাঁচ পুলিশ সদস্য নিহত হন। একই সঙ্গে প্রায় তিন হাজার লোককে গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে এদের অনেকের দীর্ঘ কারাদণ্ড হয়।