জেএমবি সদস্য রিপন ভারতে গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে মালদা-বাংলাদেশ সীমান্ত এলাকার বৈষ্ণবনগরের সব্দলপুর গ্রাম থেকে রিপন শেখ ওরফে লায়ন শেখ ওরফে লিটন শেখ নামে ওই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গোয়েন্দা শাখা। রাতেই তাঁকে তুলে দেওয়া হয় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির (এনআইএ) হাতে।
পরে রিপন শেখকে কলকাতায় নিয়ে যান এনআইএ কর্মকর্তারা। এনআইএর একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। ভারতের নাগরিক রিপনকে দেশটির অন্তত ১৪টি রাজ্যের পুলিশ খুঁজছিল।
গ্রেপ্তার রিপন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোট পাচার ও ভারতে অবস্থান করা জেএমবি সদস্যদের স্লিপার সেলে অর্থের জোগান দিতেন বলে জানা গেছে। গত রাতেই তাঁকে কলকাতার এনআইএর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রিপন শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর-পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের বাকছেড়া গ্রামে। তবে দীর্ঘদিন আগেই পৈতৃক বাড়ি ছেড়ে সীমান্তবর্তী সবদলপুর গ্রামে বাস করতে শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে জাল নোট পাচারের কাজে যুক্ত ছিলেন রিপন ওরফে লিটন। জাল নোটের এই চক্রে তিনি লায়ন নামে পরিচিত।
এ ছাড়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমেস্তাপুর থানার সাহাপাড়াতেও লিটন ওরফে রিপনের একটি বাড়ি রয়েছে। বাংলাদেশের সেই বাড়িতে লিটন শেখ নাম নিয়ে বসবাস করতেন তিনি। জেএমবি সদস্য হিসেবে তাঁর মূল কাজ ছিল বাংলাদেশ থেকে ভারতে গা ঢাকা দেওয়া জেএমবি জঙ্গিদের ভারতে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং ভারতের মাটিতে বেড়ে ওঠা জেএমবির স্লিপার সেলে ঠিকমতো অর্থ জোগান দেওয়া।
ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে শেখ রিপনের নাম উঠে আসে ২০১৬ সালের শেষ দিকে। জাল নোট কারবারে সব্দলপুর এলাকা থেকে টাইগার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর রিপনের নাম জানা যায়। রিপনকে গ্রেপ্তারের বিষয়ে তৎপর ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা বাহিনী।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সাহাপাড়ার বাড়িতে রিপনের খোঁজে হানা দেন বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। কিন্তু রিপন তার আগেই সেখান থেকে পালিয়ে যান। এরপর সতর্ক হয়ে ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেইমতো নজরদারি শুরু হয়। গতকাল রাতে রিপন ভারতে প্রবেশ করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।