পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় মাহবুব প্যাদা (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মাহবুব শহরের সবুজবাগ এলাকার ইউসুফ প্যাদার ছেলে। তিনি পটুয়াখালী ভোকেশনাল স্কুল অ্যান্ড ট্রেনিং কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় মাহবুবের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে গুরুতর আহত অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে শহরের জুলফু কসাইয়ের ছেলে আলামিন তাঁর ক্যাডার বাহিনী নিয়ে মাহবুবের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে আলামিন ও তাঁর দলবল ধারালো অস্ত্র দিয়ে মাহবুবের বাঁ ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, নিহত মাহবুবের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক অভিযোগ আছে।