ফরিদপুরে নারীকে ধর্ষণের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাউতিকান্দা গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার ধর্ষণের শিকার একটি বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। পরে সেই নারী ভাঙ্গা থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কুমার জানান, বরিশাল গৌরনদীর ওই নারী ঢাকার মিরপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেই সূত্রে তাঁর সঙ্গে গোপালগঞ্জের মুকসুদপুরের রবিউলের পরিচয় হয়। বৃহস্পতিবার রবিউল তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাঙ্গার সাউতিকান্দা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রাতভর ধর্ষণ করেন।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় একটি ডোবায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর মহিলা ও শিশু-কিশোরীদের নিরাপদ আবাসনে পাঠায়।
এসআই আরো জানান, গতকাল শুক্রবার আদালত বন্ধ থাকায় ওই নারীকে হাজির করা সম্ভব হয়নি। রোববার তাঁকে আদালতে হাজির করে ধর্ষণের আলামত পরীক্ষার অনুমতি চাওয়া হবে।