হিজাবের পক্ষের মামলা খারিজ করল চেক প্রজাতন্ত্র
হিজাব নিয়ে সোমালিয়ার এক শরণার্থীর করা মামলা খারিজ করে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের আদালত।
স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী প্রাগের একটি আদালতের বিচারক ড্যানিয়েল সেকোভা মামলাটি খারিজ করে দেন।
মামলার বাদী ওই শরণার্থীর নাম আয়ান নূর। একটি নার্সিং স্কুলে তাঁকে মাথায় স্কার্ফ পরতে নিষেধ করা হয়। তখন নূর ওই স্কুলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে এই মামলা করেন।
বিচারক ড্যানিয়েল সেকোভা বলেন, ‘ক্ষমা ও ৬০ হাজার ক্রাউন (চেক মুদ্রা) ক্ষতিপূরণ চেয়ে যে মামলাটি করা হয়েছিল, তা খারিজ করা হয়েছে।’
এ ছাড়া মামলার ওই রায়ে আমলে আনা হয়েছে বিবাদী পক্ষের (স্কুল কর্তৃপক্ষ) দাবিও। স্কুলটির অধ্যক্ষ ইভাংকা কোহউটোভা জানান, নূর ওই স্কুলে ভর্তিই ছিলেন না। স্কার্ফ দিয়ে চুল, কান ও ঘাড় ঢাকা এবং শুধু মুখ খুলে রাখা স্কুলের নিরাপত্তা ও স্বাস্থ্যগত নিয়মনীতির বিপক্ষেও যায়।
বিচার চলাকালে আদালতে স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন কিছু ছাত্রী। অন্যদিকে নূরকে সমর্থন জানাতে এসেছিলেন কয়েকজন মুসলমান।
চেক প্রজাতন্ত্র একটি ধর্ম নিরপেক্ষ দেশ। জনসংখ্যা প্রায় এক কোটি পাঁচ লাখ। এর মধ্যে মুসলিমদের সংখ্যা ১০ থেকে ২০ হাজারের মতো। ধর্মীয় পরিধেয়র বিষয়ে দেশটিতে কোনো আইন নেই।